Solution
Correct Answer: Option C
-বাংলাদেশের সমাজ পরিবর্তন দেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, ধর্ম অ সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে প্রতিভাত হয়।
-সমাজের এ ক্ষেত্রসমূহে পরিবর্তনের মূলে রয়েছে সুনির্দিষ্ট কতকগুলো উপাদান।
-উপাদানগুলো হলঃ
-প্রাকৃতিক উপাদান,
-জৈবিক উপাদান,
-সাংস্কৃতিক উপাদান,
-শিক্ষা, প্রযুক্তি,
-যোগাযোগ,
-শিল্পায়ন ও নগরায়ণ ইত্যাদি।