সাত গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা -
Solution
Correct Answer: Option B
সাত গম্বুজ মসজিদ ঢাকর মোহাম্মদপুর জাফরবাদে অবস্থিত।১৬৮০ সালে মুঘল সুবেদার শায়েস্তা খানের আমলে এতই নির্মিত হয়। মসজিদের চার কোণে চারটি মিনার + তিনটি গম্বুজসহ মোট সাতটি গম্বুজ/মিনার রয়েছে। এ কারণে মসজিদের নাম হয়েছে সাত গম্বুজ মসজিদ।