বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ -

A কমে যায়

B বেড়ে যায়

C স্থির থাকে

D শূন্য হয়

Solution

Correct Answer: Option A

- বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বাতাসে হালকা অণুর সংখ্যা (জলীয়বাষ্পের অণু) বৃদ্ধি পায়।
- যেহেতু জলীয়বাষ্পের ঘনত্ব শুকনো বাতাসের তুলনায় কম, তাই এর ফলে বায়ুর ঘনত্ব কমে যায়।
- ঘনত্ব কমে গেলে বায়ুচাপও কমে যায়, কারণ বায়ুচাপ নির্ভর করে বাতাসের অণুর ভর ও ঘনত্বের ওপর।

- তাই সঠিক উত্তর: কমে যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions