বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয়-

A ১৮ এপ্রির ২০১৩

B ২০ মে, ২০১০

C ১৫ জুন, ২০০৯

D ১৪ মার্চ , ২০১২

Solution

Correct Answer: Option D

১৪ মার্চ ২০১২ বাংলাদশ মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ মামলার রায় প্রদান করে জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (ITLOS) । সমুদ্র বিরোধ নিরসনে ২০১২ সালে মিয়ানমারের দাবি "সমদূরত্ব পদ্ধতি " ও বাংলাদেশের দাবি "ন্যায্যতা পদ্ধতিকে " বিচার বিশ্লেষণ " করে আদালত ন্যায্য পদ্ধতি অনুযায়ী রায় ঘোষণা করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions