নিচের কোনটি শুদ্ধ বানান?

A Embarrasment

B Embarrassment

C Embarassment

D Embarasment

Solution

Correct Answer: Option B

Embarrassment –বিমূঢ়তা, বিহ্বলতা, মানসিক বিহ্বলতা, থতমত, বিব্রত অবস্থা।

বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বার বার আসা বানান ও মনের রাখার টেকনিক"

- Hallucination =অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস।
  Hall u ci nation-হলে তুমি! ছি জাতি।

- Diarrhoea =উদারাময়।
  Dia rr hoea ➫ ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।

- Bureaucracy =আমলাতন্ত্র।
  Burea u cracy ➫ বুড়িয়া তুমি cracy.

- Restaurant ➫ রেস্টুরেন্ট।
  Rest a u r ant ➫ বিশ্রাম এ তুমি আর পিপড়া।

- Parallel =সমান্তরাল।
  Par all e l >পার করো সকলকে ই।

- Illegitimate =অবৈধ।
  Illeg i tim ate >অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।

- Miscellaneous = বিবিধ।
  Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions