সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন-

A জাহাঙ্গীরনগর

B জান্নাতাবাদ

C ইসলামাবাদ

D নাসিরাবাদ

Solution

Correct Answer: Option A

সুবাদার ইসলাম খান ১৬০৮ সালে বাংলার সুবেদার নিযুক্ত হন । তিনি ফতেহপুর সিক্রির শেখ সলিম চিশতীর দৌহিত্র ছিলেন তিনি ১৬০৯ সালের অক্টোবর মাসে ঘোড়াঘাট থেকে পাবনা জেলার শাহজাদপুরে পৌঁছে মুসাখানের দুর্ভেদ্য মাত্রাপুর ও ডাকচরা দুর্গ আক্রমণ করে তা হস্তগত করে ঢাকায় প্রবেশ করেন ১৬১০ সালে । এ সময় ঢাকা হয় বাংলার রাজধানী ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions