Solution
Correct Answer: Option B
যেসব উদ্ভিদ স্বভোজী অর্থাৎ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে।
- আর উল্টোদিকে যারা স্বভোজী নয়, তারা অপুষ্পক উদ্ভিদ।
- অ্যাগারিকাস সপুষ্পক নয়। কারণ এরা স্বভোজী নয়।
- সপুষ্পক উদ্ভিদ ২ প্রকারঃ যথা- নগ্নবীজ উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদ। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে- স্বভোজী।