Correct Answer: Option A
✓ জাতীয় বাজেট ২০২১-২০২২ ঘােষণা করা হয়- ০৩ জুন ২০২১
✓ সংসদে বাজেট পাস হবে- ৩০ জুন ২০২১
✓ বাজেট কার্যকর হবে- ১ জুলাই ২০২১ থেকে
✓ এবারের বাজেট- ৫০তম (১টি অন্তর্বর্তীকালীন বাজেট সহ ৫১ তম)
✓ বাজেট ঘােষণা করেছেন- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (অর্থমন্ত্রী হিসেবে তার তৃতীয় বাজেট এবং আওয়ামীলীগ সরকারের ২১তম বাজেট)
✓ বাজেটের স্লোগান– “জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদূঢ় আগামীর পথে বাংলাদেশ“
✓ বাজেটের আকার- ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা
✓ রাজস্ব আয় প্রাক্কলন- ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা
✓ এনবিআরের লক্ষ্যমাত্রা- ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা
✓ করছাড় প্রাপ্তি- ৪৩ হাজার কোটি টাকা
✓ বাজেট ঘাটতি- ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা
✓ এডিপিতে বরাদ্দ- ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা
✓ মােট উন্নয়ন ব্যয়- ২ লাখ ৩৭ হাজার ৭৮ কোটি টাকা
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions