Correct Answer: Option D
মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলমান কবি ছিলেন আলাওল। তিনি ছিলেন আরাকান রাজসভার কবি। তার সাহিত্যকর্ম গুলো হলোঃ
- পদ্মাবতী,
- হপ্তপয়কর,
- সয়ফুলমুলক বদিউজ্জামাল।
মধ্যযুগের কবি ও সাহিত্যঃ
- দৌলত উজির বাহরাম খান : লাইলী মজনু
- মুহম্মদ কবীর : মধুমালতী
- সাবিরিদ খান : হানিফা-কয়রাপরী, বিদ্যাসুন্দর, রসুল বিজয়
- দোনাগাজী চৌধুরী : সয়ফুলমুলুক-বদিউজ্জামাল
- দৌলত কাজী : সতীময়না ও লোরচন্দ্রানী
- আলাওল : পদ্মাবতী
- আবদুল হাকিম : লালমতী সয়ফুলমুলুক, কারবালা ও শহরনামা।
- নওয়াজিস খান : গুলে বকাওলী
- মুহম্মদ মুকীম : মৃগাবতী
- সৈয়দ সুলতান : নবীবংশ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions