Solution
Correct Answer: Option C
✔ইস জয় ব্রাউন (জন্ম: ২৫ জুলাই ১৯৭৮) একজন ইংরেজ মহিলা যিনি ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ-র মাধ্যমে গর্ভধারণের পরে জন্মগ্রহণকারী প্রথম মানব। ব্রিটেনে এই পদ্ধতি অনুসরণ করে তার জন্মকে "বিশ শতকের অন্যতম উল্লেখযোগ্য মেডিকেল সাফল্য" হিসাবে বর্ণনা করা হয়েছিল।
✔৩০ মে ২০০১ ঢাকার গ্রিন রোডস্থ সেন্ট্রাল হসপিটালে ফিরোজা বেগম ও আবু হানিফ দম্পতি প্রথম টেস্টটিউব সন্তানের পিতা-মাতা হন। চিকিৎসক ছিলেন ডা. পারভীন ফাতেমা।