Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
গ্রন্থ চরিত্র (201 টি প্রশ্ন )
- রামায়ণের কাহিনী অবলম্বনে বীর রসের অমিত্রাক্ষর ছন্দে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাবের সংমিশ্রণে মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের সর্বপ্রথম, সর্বশ্রেষ্ঠ ও সার্থক মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য' (১৮৬১)।
- ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবের স্বাধীনতা মন্ত্রে উজ্জীবিত হয়ে রাবণকে নায়ক ও রামকে খলনায়ক করে তিনি রচনা করেন এই অমর মহাকাব্য।
- বীরবাহুর মৃত্যুসংবাদ থেকে মেঘনাদ হত্যা, প্রমীলার চিতারোহণ পর্যন্ত নয় খণ্ডে মোট তিন দিন ও দুই রাতের ঘটনায় সম্পন্ন 'মেঘনাদবধ কাব্য'।
- প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা।
- পল্লীকবি জসীমউদ্দীন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে ১৯০৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন।
- পল্লীকবি জসীমউদ্দীন রচিত শ্রেষ্ঠ কাহিনী কাব্য 'নকশী কাঁথার মাঠ' । এ কাব্যের উল্লেখযোগ্য দুটি চরিত্র রুপা ও সাজু

• তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪),
- মহরম,
- দুমুখো চাঁদ পাহাড়ি (১৯৮৭),
- হাসু (১৯৩৮),
- রুপবতি (১৯৪৬),
- মাটির কান্না (১৯৫১),
- এক পয়সার বাঁশী (১৯৫৬),
- সখিনা (১৯৫৯),
- সুচয়নী (১৯৬১),
- ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৬২),
- মা যে জননী কান্দে (১৯৬৩),
- হলুদ বরণী (১৯৬৬),
- রাখালী (১৯২৭),
- নকশী কাঁথার মাঠ (১৯২৯),
- বালুচর (১৯৩০),
- ধানখেত (১৯৩৩), 
- জলে লেখন (১৯৬৯),
- পদ্মা নদীর দেশে (১৯৬৯),
- কাফনের মিছিল (১৯৭৮)।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘চরিত্রহীন’- এর প্রধান চরিত্রগুলো হলো সতীশ, সাবেত্রী, কিরণময়ী ও দিবাকর।


- হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস 'নন্দিত নরকে' (১৯৭২)।
- ১৯৭০ সালে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যয়নরত এবং হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র, তখন তিনি এটি রচনা করেন।
- এটি প্রখ্যাত সাহিত্যিক আহমদ ছফার উদ্যোগে ১৯৭২ সালে প্রকাশিত হয় এবং এ উপন্যাসটির ভূমিকা স্বপ্রণোদিত হয়ে লিখে দেন অধ্যাপক আহমদ শরীফ।
- চরিত্র: রাবেয়া

তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- 'শঙ্খনীল কারাগার' (১৯৭৩),
- 'নীল অপরাজিতা' (১৯৯১),
- 'কোথাও কেউ নেই' (১৯৯২),
- 'কে কথা কয়' (২০০৬),
- 'দেয়াল' (২০১২),
- 'আগুনের পরশমণি' (১৯৮৬),
- 'জোছনা ও জননীর গল্প' (২০০৪),
- 'শ্যামল ছায়া' (২০০৩),
- 'আমার আছে জল' (১৯৮৫),
- 'নিশিথিনী' (১৯৮৭),
- 'সম্রাট' (১৯৮৮),
- 'রজনী' (১৯৮৯),
- 'বহুব্রীহি' (১৯৯০),
- 'এইসব দিনরাত্রি (১৯৯০),
- ‘ময়ূরাক্ষী' (১৯৯০),
- 'অয়োময়' (১৯৯০),
- 'শ্রাবণ মেঘের দিন' (১৯৯৪),
- ‘গৌরিপুর জংশন (১৯৯৫),
- 'কবি' (১৯৯৬),
- 'দূরে কোথাও' (১৯৯৭),
- 'ইস্টিশন' (১৯৯৯),
- 'বৃষ্টিবিলাস' (২০০০),
- 'নক্ষত্রের রাত' (২০০৩),
- 'এপিটাফ' (২০০৪),
- ‘লীলাবতী' (২০০৫),
- 'মধ্যাহ্ন (২০০৮),
- 'মাতাল হাওয়া' (২০১০) ইত্যাদি। 
কপালকুণ্ডলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস। সম্ভবত এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। ১৮৬৬ খ্রিষ্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয়। এ উপন্যাসের চরিত্রঃ
-নবকুমার শর্ম্মা- সপ্তগ্রামনিবাসী যুবক।
-কাপালিক- যোগসাধক সন্ন্যাসী, কপালকুণ্ডলার প্রতিপালক ।
-কপালকুণ্ডলা/মৃন্ময়ী- কাপালিক কর্তৃক পালিতা কন্যা, নবকুমারের দ্বিতীয়া স্ত্রী।
-অধিকারী- দেবালয়ের সেবক বা পুরোহিত।
-মতিবিবি/লুৎফউন্নিসা/পদ্মাবতী-নবকুমারের প্রথম পত্নী ।
-শ্যামাসুন্দরী- নবকুমারের ভগিনী ।
-জাহাঙ্গীর ও মেহেরউন্নিসা- ঐতিহাসিক চরিত্র।
‘কাবুলিওয়ালা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোটগল্প ।এই গল্পের দুটি প্রধান চরিত্র হলো খুকী,রহমত।



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- 'খােকা' ও 'রঞ্জু' মাহমুদুল হক-এর 'জীবন আমার বোন' উপন্যাসের চরিত্র।
- 'জীবন আমার বোন' মাহমুদুল হকের অন্যতম প্রধান সৃষ্টি, বাংলা কথাসাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন, সার্বিক বিবেচনায় একটি শিল্পসফল উপন্যাস।
- এ উপন্যাসের অধিকাংশ পরিসরজুড়ে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তৎকালীন মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগের, সমাজ ও রাজনীতির উত্তেজনা জায়গা করে নিয়েছে।
তাঁর রচিত উপন্যাস হচ্ছে:
- অনুর পাঠশালা (১৯৬৭)
- নিরাপদ তন্দ্রা (১৯৬৮)
- জীবন আমার বোন (১৯৭২)
- কালো বরফ (১৯৭৭)
- অশরীরী (১৯৭৯)
- পাতালপুরী (১৯৮১)
- খেলাঘর (১৯৮৮)
- মাটির জাহাজ (১৯৭৭)

তার গল্পগ্রন্থঃ 
- প্রতিদিন একটি রুমাল (১৯৯৪)
- মাহমুদুল হকের নির্বাচিত গল্প (১৯৯৯)
- মানুষ মানুষ খেলা (২০০৯)


-নীলদর্পণ : নবীন মাধন, বিন্দু মাধব, গোলকচন্দ্র বসু, সাধুচরণ, রায়চরণ, তোরাপ, সাবিত্র সৈরন্দ্রী, ক্ষেত্রমনি, পদী ময়রানী ।
-ডাকঘর : অমল, মাধব দত্ত, রাজদূত, ফকির।
-জমিদার দর্পণ : হায়ওয়ান আলী, নূরন্নেহার, আবু মোল্লা।
-সাজাহান : সাজাহান, জাহানারা, দারা, সুজা।

- সৈয়দ শামসুল হক-এর অসাধারণ কলমে লেখা ‘নূরলদীনের সারা জীবন’ কাব্যনাট্যটি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।
- এই নাটকটি রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নূরলদীন-এর জীবন ও সংগ্রামকে কেন্দ্র করে রচিত। ব্রিটিশ শাসনের অত্যাচার ও সামন্তবাদের বিরুদ্ধে তার অবিরাম সংগ্রাম এবং জনগণকে জাগিয়ে তোলার প্রচেষ্টা এই নাটকে অসাধারণভাবে ফুটে উঠেছে।
- নাটকটির সবচেয়ে জনপ্রিয় সংলাপ হল ‘জাগো বাহে, কোনঠে সবাই’। এই আহ্বানটি কেবল নূরলদীনেরই নয়, বরং সমস্ত নিপীড়িত মানুষের মুক্তির প্রতীক হয়ে উঠে।

সৈয়দ শামসুল হক:
- তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত 'সব্যসাচী' লেখক হিসেবে সমধিক পরিচিত।
- তাঁর লেখা জনপ্রিয় গান ‘হায়রে মানুষ রঙীন ফানুস’।
- তাঁর জীবনের প্রথম মঞ্চনাটক- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।
- তিনি ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত কাব্যনাট্য:
- নূরলদীনের সারাজীবন,
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- এখানে এখন।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস,
- শীত বিকেল,
- আনন্দের মৃত্যু,
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান,
- জলেশ্বরীর গল্পগুলো।


সাহিত্য ও চরিত্রঃ 
চাঁদের অমাবস্যাঃ আরেফ আলী (নায়ক), কাদের, দাদাসাহেব ।

কাঁদো নদী কাঁদোঃ মুহাম্মদ মুস্তফা (নায়ক), খোদেজা । 

লালসালুঃ মজিদ(নায়ক), রহিমা, জমিলা, আক্কাস ।
- গ্রাম-বাংলায় ধর্ম নিয়ে একটি শ্রেণির ব্যক্তিস্বার্থ অর্জন ও নারী জাগরণের চিত্র নিয়ে সৈয়দ ওয়ালীউল্লাহ রচনা করেন ‘লালসালু' (১৯৪৮)।
- এ উপন্যাসের অন্যতম চরিত্র: মজিদ, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, খালেক ব্যাপারী, তানু, হাসুনির মা, রতন।

• তার উপন্যাসগুলো হলো:
- লালসালু
- চাঁদের অমাবস্যা
- কাঁদো নদী কাঁদো

• তার নাটকগুলো হলো :
- বহিপীর
- তরঙ্গভঙ্গ
- উজানে মৃত্যু
- সুড়ঙ্গ

 

রাজলক্ষ্মী, শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অন্নদা দিদি, অভয়া-- চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• রবীন্দ্রনাথ ঠাকুরের 'একরাত্রি' গল্পের নায়িকা- সুরবালা ।
• শরৎচন্দ্রের 'শ্রীকান্ত' উপন্যাসের চরিত্র- অভয়া, 'দেনাপাওনা' উপন্যাস- ষোড়শী, 'চরিত্রহীন' উপন্যাস- সাবিত্রী ।

- এটি দ্বাদশ শতাব্দীর বঙ্গদেশের রাজনৈতিক পটভূমিকায় রচিত বঙ্কিমচন্দ্রের উপন্যাস।
- প্রধান চরিত্র হেমচন্দ্র, মৃণালিনী, মনোরমা প্রভৃতি।
- বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন‍্যাসের জনক বলা হয়।
- এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। 

তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাসের  চরিত্রসমূহ:
- দুর্গেশনন্দিনী - চরিত্র- আয়েশা, তিলোত্তমা, 
- কপালকুণ্ডলা - চরিত্র- কপালকুণ্ডলা, নবকুমার
- বিষবৃক্ষ - চরিত্র- কুন্দনন্দিনী,নগেন্দ্রনাথ
- কৃষ্ণকান্তের উইল - চরিত্র রোহিনী, ভ্রমর, গোবিন্দলাল

তাঁর রচিত উপন্যাস- 
-দুর্গেশনন্দিনী
-কপালকুণ্ডলা
-মৃণালিনী
-বিষবৃক্ষ
-ইন্দিরা
-যুগলাঙ্গুরীয়
-চন্দ্রশেখর
-রাধারানী
-রজনী কৃষ্ণকান্তের উইল ইত্যাদি
উপন্যাস ------------চরিত্র
দুর্গেশনন্দিনী ----তিলোত্তমা ,আয়েশা ,জগৎসিংহ
কপালকুণ্ডলা----কপালকুণ্ডলা, নবকুমার ,মতি
বিষবৃক্ষ---------কুন্দনন্দিনী,নগেন্দ্রনাথ ,সূর্যমুখী
আনন্দমঠ------ সত্যানন্দ ,ভবানন্দ ,মহেন্দ্র ,কল্যাণী
গল্প / উপন্যাস --------- চরিত্র
হৈমন্তী ---------- হৈমন্তী , অপু , গৌরীশঙ্কর
নষ্ঠ নীড় -----------চারুলতা , অমল
চোখের বালি ---------- আশালতা , বিহারী , বিনোদিনী , মহেন্দ্র
সাধু ভাষায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ উপন্যাস ‘চতুরঙ্গ' (১৯১৬)।
-এটি সামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাস। জ্যাঠামশাই, শচীশ, দামিনী ও শ্রীবিলাস- এ উপন্যাসের চারটি অঙ্গ।
-শ্রীবিলাস নামে এক যুবকের অনিশ্চিত যাত্রা, তার সাথে বন্ধু শচীশের সাথে সাক্ষাৎ, বিধবা দামিনী এবং আদর্শবাদী ব্যক্তি জ্যাঠামশাইয়ের গল্প নিয়ে উপন্যাসের পটভূমিকা রচিত।
-উপন্যাসটির বর্ণনাকারী শ্রীবিলাস নামে এক যুবক।
-২০০৮ সালে সুমন মুখোপাধ্যায় এ উপন্যাস অবলম্বনে 'চতুরঙ্গ' চলচ্চিত্র নির্মাণ করেন।

-‘নৌকাডুবি' উপন্যাসের চরিত্র: রমেশ, হেমনলিনী, কমলা, যোগেন্দ্র, নলিনাক্ষ। '
-চার অধ্যায়' উপন্যাসের চরিত্র: ইন্দ্ৰনাথ, এলা, অতীন্দ্র।
-‘ঘরে বাইরে' উপন্যাসের চরিত্র: বিমলা, নিখিলেশ, সন্দীপ, অমূল্য।
ছোট গল্প রবিবারের মূল চরিত্র অভীক ও বিভা । এর মূল উপজীব্য ধর্মদর্শন। বাংলা ছোটগল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে।
তাঁর রচিত উল্লেখযোগ্য ছোটগল্পঃ
- ছুটি,
- পোস্টমাস্টার,
- বিচারক,
- আপদ,
- দিদি,
- রবিবার,
- শেষকথা,
- ল্যাবরেটরি,
- দুরাশা,
- শাস্তি,
- ঠাকুরদা ইত্যাদি।
এর মধ্যে রবিবার, শেষকথা ও ল্যাবরেটরি হল মনস্তত্ত্ব নিয়ে লেখা। 


রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যধর্মী উপন্যাস 'শেষের কবিতা’ (১৯২৯)। এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অমিত ও লাবণ্য। অন্যান্য চরিত্র: কেতকী, শোভনলাল।

তার ছোটগল্পের বিখ্যাত আরো কয়েকটি চরিত্রঃ
- ফটিক (ছুটি),
- রতন (পোষ্টমাষ্টার),
- মৃন্ময়ী (সমাপ্তি),
- চারু (নষ্টনীড়),
- সুরবালা (একরাত্রি),
- কাদম্বিনী (জীবিত ও মৃত),
- রহমত ও খুকী (কাবুলিওয়ালা),
- কল্যাণী (অপরিচিতা),
- অপু (হৈমন্তী) । 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0