|
|
- হিন্দুধর্নের একটি পবিত্র বই অনুবাদ করেছিলেন মালাধর বসু। - গ্রন্থটি হল ভাগবত। - মালাধর বসু একজন মুসলমান রাজার প্রেরণায় ভাগবত অনুবাদ করেছিলেন। - সে রাজা তাঁকে 'গুণরাজ খান' উপাধিতে ভূষিত করেছিলেন। - মালাধর বসুর ভাগবতের অন্য নাম শ্রীকৃষ্ণবিজয়।
|
|
| |
|
|
|
সৈয়দ সুলতান আনুমানিক ১৫৫০-১৬৪৮ খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলার চক্সশালা গ্রামে জন্মগ্রহণ করেন ।তিনি 'নবীবংশ ' কাব্যটি রচনা করেন । এছাড়াও তার অন্য কাব্যগুলো, 'শবে মিরাজ' ,ওফাতে রসূল জয়কুম রাজার লড়াই ,ইবলিশনামা ,জ্ঞান চউতিশা,জ্ঞান প্রদীপ ইত্যাদি।
|
|
| |
|
|
|
- দৌলত কাজী লৌকিক ধারার প্রথম কবি। - তিনি 'সতীময়না ও লোরচন্দ্রানী' রচনা করেন। - এ কাব্য রচনার মাধ্যমে তিনি প্রথম মানুষকে সাহিত্যে স্থান দিয়েছেন। - এর পূর্বে সাহিত্যে শুধু দেবদেবীর প্রাধান্য ছিল
- তিনি আরাকান রাজা শ্রী সুধর্মার প্রতিরক্ষা মন্ত্রী আশরাফ খাঁর উৎসাহে ও
পৃষ্ঠপােষকতায় হিন্দি কবি সাধনের ‘মৈনাসত’ কাব্য অবলম্বনে ‘সতীময়না ও লাের চন্দ্রানী রচনা করেন।
|
|
| |
|
|
|
কোরেশী মাগন ঠাকুর (১৭শ শতক) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন কবি।
- চন্দ্রাবতী কাব্যের রচয়িতা কোরেশী মাগন ঠাকুর এবং আরাকানের মুখ্যমন্ত্রী সিদ্দিক বংশজাত মাগন ঠাকুর একই ব্যক্তি ছিলেন এরূপ মনে করে তাঁর জীবনকথা আলোচনা করা হয়।
- মাগন ঠাকুরের পিতা বড়াই ঠাকুর (শ্রীবড় ঠাকুর) ছিলেন আরাকানের একজন মন্ত্রী। রোসাঙ্গের অধিপতি নরপতিগি (১৬৩৮-৪৫) বৃদ্ধ বয়সে তাঁর একমাত্র কন্যার অভিভাবকত্বের ভার মাগন ঠাকুরের ওপর ন্যস্ত করেন। তাঁর মৃত্যুর পর রাজকন্যা মুখ্য পাটেশ্বরী হলে মাগন ঠাকুর মুখ্যপাত্রের (মুখ্যমন্ত্রীর) পদমর্যাদা লাভ করেন।
- বাংলা, ফারসি, বর্মি ও সংস্কৃত ভাষায় মাগন ঠাকুরের অগাধ পান্ডিত্য ছিল। সঙ্গীত ও অলঙ্কারশাস্ত্রেও তাঁর দখল ছিল
- রোসাঙ্গের কবি আলাওল তাঁর পৃষ্ঠপোষকতা লাভ করেন এবং তাঁরই নির্দেশে পদ্মাবতী (১৬৫২) ও সয়ফুলমুলুক বদিউজ্জামাল (১৬৫৯) কাব্য রচনা করেন।
|
|
| |
|
|
|
আলাওল (আনু. ১৬০৭-১৬৮০) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। - মহাকবি আলাওলের সমসাময়িক আরাকানের রাজা ছিলেন রাজা সুধর্মা।- আলাওল মধ্যযুগের সর্বাধিক গ্রন্থপ্রণেতা। তাঁর মোট কাব্যসংখ্যা সাত।
-আরাকানের প্রধান অমাত্য মাগন ঠাকুর তাকে কাব্যরচনায় উৎসাহিত করেছেন।
সেগুলির মধ্যে আখ্যানকাব্য হচ্ছে - পদ্মাবতী (১৬৪৮), - সতীময়না-লোর-চন্দ্রানী (১৬৫৯), - সপ্তপয়কর (১৬৬৫), - সয়ফুলমুলুক বদিউজ্জামাল (১৬৬৯) ও - সিকান্দরনামা (১৬৭৩);
নীতিকাব্য - তোহফা (১৬৬৪) সঙ্গীতবিষয়ক কাব্য - রাগতালনামা।
|
|
| |
|
|
|
-মহাকবি আলাওল মধ্যযুগের একজন বাঙালী কবি। বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মীয় বিষয়বস্তুর গতানুগতিক পরিসীমায় রোমান্টিক প্রণয়কাব্য এর প্রবর্তনকাকারী হিসেবে মুসলিম কবিদের অবদান অনন্য। মহাকবি আলাওল ফরিদপুর জেলায় ১৬০৭ সালে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম - পদ্মাবতী , তোহফা। -তিনি রাজসভার কবি হিসেবে আবির্ভূত হলেও মধ্যযুগের সকল বাঙালি কবির মধ্যে ‘শিরোমণি আলাওল’ রূপে আরবি, ফারসি ও হিন্দি সাহিত্যের বিষয়বস্তু ও ভাববৈচিত্র্য অবলম্বনে কাব্য রচনায় এক নতুন যুগের সূচনা করেন।
|
|
| |
|
|
|
উক্তিটি অন্নদামঙ্গল কাব্যের। ভারতচন্দ্র রায়গুণাকারের রচিত অন্নদামঙ্গল কাব্যে ব্যবহৃত কয়েকটি প্রবচন - যার কর্ম তারে সাজে অন্য লোকের লাঠি বাজে. কড়িতে বাঘের দুধ মিলে। বড়র পিরীতি বালির বাঁধ, ক্ষণে ক্ষণে দড়ি ক্ষণেকে চাঁদ। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
- দ্বিজেন্দ্রলাল রায় রচিত ঐতিহাসিক নাটক 'সাজাহান' বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক। - মাইকেল মধুসূদন দত্ত রচিত কৃষ্ণকুমারী নাটক (১৮৬১) - প্রথম সার্থক ট্রাজেডি নাটক, তবে এটি ঐতিহাসিক নাটোক
|
|
| |
|
|
|
| |
|
|
|
‘একেই কি বলে সভ্যতা’- বিষয়ের দিক হতে একটি প্রহসন। এটি ১৮৬০ সালে প্রকাশিত হয়। - তাঁর রচিত অপর প্রহসন 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ'। - ১৮৬০ খ্রিষ্টাব্দে তিনি অমিত্রাক্ষরে লেখেন 'তিলোত্তমাসম্ভব' কাব্য। - এরপর একে একে রচিত হয় 'মেঘনাদ বধ কাব্য' (১৮৬১) নামে মহাকাব্য, 'ব্রজাঙ্গনা' কাব্য (১৮৬১), 'কৃষ্ণকুমারী' নাটক (১৮৬১), 'বীরাঙ্গনা' কাব্য (১৮৬২), চতুর্দশপদী কবিতা (১৮৬৬)।
|
|
| |
|
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
| |
|