ভৌগলিক অবস্থা (41 টি প্রশ্ন )
- ভেঙ্গী ভ্যালি- কাপ্তাই থেকে প্লাবিত, রাঙামাটি,
- হালদা ভ্যালি- খাগড়াছড়ি,
- সাজেক ভ্যালি : রাঙামাটি
- বালিশিরা ভ্যালি : মৌলভীবাজার।
- সাঙ্গু ভ্যালি - চট্টগ্রাম
- নাপিতখালি ভ্যালি- কক্সবাজার।
- বাংলাদেশের সীমান্ত সংযোগ দুটি দেশের সাথে রয়েছে: ভারত ও মিয়ানমার।
- পশ্চিম ও উত্তর দিকে ভারত, পূর্ব দিকে ভারত ও মিয়ানমার, এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।
- সীমান্তবর্তী মোট ৩২টি জেলা রয়েছে বাংলাদেশে।
- ভারতের সাথে সীমান্তবর্তী জেলা সংখ্যা ৩০টি।
- বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে ৫টি রাজ্যের।
- রাঙ্গামাটি জেলা বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমার—এই তিন দেশের যৌথ সীমান্তের অবস্থান।
চা বোর্ডের অধীনে বাংলাদেশের নিবন্ধিত চা বাগান - ১৭০ টি।

✔ মৌলভীবাজার জেলায় অবস্থিত - ৯০ টি চা বাগান।
✔ হবিগঞ্জ জেলায় অবস্থিত - ২৫টি চা বাগান।
✔ সিলেট জেলায় অবস্থিত ১৯টি চা বাগান।
✔ চট্টগ্রাম জেলায় অবস্থিত ২২ টি চা বাগান।
✔ পঞ্চগড় জেলায় অবস্থিত ১০ টি চা বাগান।
✔ রাঙ্গামাটি জেলায় অবস্থিত ২ টি চা বাগান।
✔ ঠাকুরগাঁও জেলায় অবস্থিত ১ টি চা বাগান।
✔ খাগড়াছড়ি পার্বত্য জেলায় অবস্থিত ১ টি চা বাগান।
অনিয়ন্ত্রিত জাহাজ ও ইঞ্জিন চালিত নৌকার চলাচল, মাত্রাতিরিক্ত মৎস্য সম্পদ আহরণ, সমুদ্রে বর্জ্য ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নিক্ষেপ, প্রবাল ধ্বংস, জীববৈচিত্র্য হ্রাস ও জলবায়ু পরিবর্তন রোধে পরিবেশ মন্ত্রণালয় বণ্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ১৩(১) ও (২) এর ক্ষমতাবলে ১২ জানুয়ারি- ২০২২ সালে সেন্টমার্টিন দ্বীপ ও এর আশেপাশের ১৭৪৩ বর্গ কি.মি. এলাকাকে Marine Protected Area (MPA) ঘোষণা করে।
-এর আগে ১৯৯৯ সালে সেন্টমার্টিন এলাকাকে Ecological Critical Area (ECA) ঘোষণা করা হয়েছিল।
- ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা ৩০ টি ।
এগুলো হলো:
- ময়মনসিংহ বিভাগের ৪ টি - জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা।
- সিলেট বিভাগের ৪টি - সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
- চট্রগ্রাম বিভাগের ৬ টি - চট্রগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া,
- রাজশাহী বিভাগের ১০ টি - কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁ ও জয়পুরহাট , দিনাজপুর, নওগাঁ , নববাগঞ্জ ও রাজশাহী।
- খুলনা বিভাগের ৬ টি - মেহেরপুর , কুষ্টিয়া , চুয়াডাঙ্গা ঝিানাইদহ, যশোর ও সাতক্ষীরা ।
উল্লেখযোগ্য কয়েকটি স্থলবন্দরঃ

১। বাংলাবান্ধা স্থল বন্দর = তেঁতুলিয়া, পঞ্চগড়।

২। বেনাপোল স্থল বন্দর = শারশা, যশোর।

৩। হিলি স্থল বন্দর = হাকিমপুর, দিনাজপুর।

৪। ভোমরা স্থল বন্দর= সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

৫। সোনা মসজিদ স্থল বন্দর= শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

৬। বিবির বাজার স্থল বন্দর =কুমিল্লা সদর,কুমিল্লা।

৭। বিরল স্থল বন্দর =বিরল, দিনাজপুর।

৮। টেকনাফ স্থল বন্দর = টেকনাফ,কক্সবাজার।

৯। হালুয়াঘাট স্থল বন্দর= হালুয়াঘাট,ময়মনসিংহ।

১০। আখাউড়া স্থল বন্দর =আখাউড়া, ব্রাম্মণবাড়িয়া।

১১। বুড়িমারী স্থলবন্দর = পাতগ্রাম,লালমনিহাট।

১২। দর্শনা স্থল বন্দর= দামুরহুদা, চুয়াডাঙ্গা।

১৩।। তামাবিল স্থল বন্দর= গোয়াইংনঘাট,সিলেট।
ভারতের আসাম রাজ্য এবং বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা , কিশোরগঞ্জ, শেরপুর ও জামালপুর জুড়ে গারো পাহাড় বিস্তৃত। গারো পাহাড় বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়। এ পাহাড়ের উচ্চতা ২,০৫০ ফুট।
ট্রপিক অব ক্যানসার:
- কর্কটক্রান্তি রেখা পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা। পৃথিবী কক্ষতলের উপর লম্বভাবে থাকার বদলে একটু হেলে থাকে।
- বাংলাদেশের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
- কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যানসার বাংলাদেশের ১১টি জেলার উপর দিয়ে অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে- চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।
- সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত।
- এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
- উল্লেখ্য, বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখাও অতিক্রম করেছে।

- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
- এ কারণেই বাংলাদেশ মূল মধ্যরেখা থেকে ৯০ ডিগ্রি পূর্বে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০×৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
- অর্থাৎ গ্রিনিচ সময়ের সাথে ৬ ঘন্টা যোগ করে বাংলাদেশের স্থানীয় সময় নির্ধারণ করতে হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বাংলদেশে ফুলের রাজধানী বলা হয় যশোর জেলার ঝিকরগাছাকে ।
- এখানে পথের দুই ধারে গোলাপ, রজনীগন্ধা, গ্ল্যাডিওয়াস, গাঁদা, জারবেরাসহ প্রভৃতি ফুলের সমাহার দেখা যায়।
- ধারণা করা হয় দেশের মত ফুল উৎপাদনের প্রায় ৭০ ভাগই আসে এখান থেকে ।
রামু কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। এর আয়তন ৩৯১.৭১ বর্গ কিলোমিটার।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান:-

- পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হচ্ছে বাংলাদেশ

- বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে।

- এদেশ প্রায় ২০ ডিগ্রি ৩৪' থেকে ২৬ ডিগ্রি ৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ০১´ থেকে ৯২ ডিগ্রি ৪১´ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত।

- বাংলাদেশ ক্রান্তীয়  অঞ্চলের অন্তর্ভুক্ত কারণ এদেরশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।

- বাংলাদেশের স্থলভাগ ভারত এবং মিয়ানমার দ্বারা বেষ্টিত রয়েছে ।

- গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য ৬ ঘন্টা।
- লালমাই পাহাড় বাংলাদেশের কুমিল্লা জেলার লালমাই উপজেলায় অবস্থিত একটি বিচ্ছিন্ন পর্বতশ্রেণী।

- প্রায় পঁচিশ লক্ষ বছর আগে প্লাইস্টোসিন যুগে এই পাহাড় গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়। সে হিসেবে এটি বাংলাদেশের বরেন্দ্রভূমি এবং মধুপুর ও ভাওয়াল গড়ের সমকালীন।

- লালমাই পাহাড় এর দৈর্ঘ্য ৮ কিলোমিটার এবং এর সবচেয়ে চওড়া অংশ ৪.৮ কিলোমিটার। এটির সর্বোচ্চ উচ্চতা ৪৬ মিটার।

- পাহাড়টির উত্তর অংশ ময়নামতি পাহাড় এবং দক্ষিণ অংশ লালমাই পাহাড় নামে পরিচিত।
- বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ও একমাত্র দ্বীপ জেলা ভোলা ।
- এই জেলার অন্তর্গত মনপুরা দ্বীপে পর্তুগিজরা বসবাস করত ।
- এর পূর্বনাম দক্ষিণ শাহবাজপুর ।
-বঙ্গবন্ধু দ্বীপ (যা পুটুনির দ্বীপ নামে পরিচিত) সুন্দরবনের দুবলার চর থেকে ১০ কি.মি. দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ।
-দ্বীপটি প্রথম আবিষ্কৃত হয় ১৯৯২ সালে।
-বর্তমানে দ্বীপের আয়তন ৭.৮৪ কিলোমিটার, যা সমুদ্রপৃষ্ঠ থেকে দুই মিটার উচ্চতায় অবস্থিত।
-এই দ্বীপে সর্বমোট নয় কিলোমিটার লম্বা সাগর সৈকত রয়েছে।
-কর্কটক্রান্তি রেখা এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ছেদবিন্দু পড়েছে বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়।

- চট্টোগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ আরাকান ইয়োমার অংশ। আরাকান ইয়োমা হলো একটি পর্বতমালা যা ভারতের অরুণাচল প্রদেশ, মিয়ানমার এবং বাংলাদেশ জুড়ে বিস্তৃত। এটি হিমালয় পর্বতমালার একটি শাখা।

- কারাকোরাম পর্বতমালা পাকিস্তান এবং চীনের মধ্যে অবস্থিত।
- হিমালয় পর্বতমালা ভারত, নেপাল, ভুটান, চীন এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত।
- তিয়েনশান পর্বতমালা চীন, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং মঙ্গোলিয়ায় অবস্থিত।

সুতরাং, চট্টোগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ আরাকান ইয়োমার অংশ।



- ১৫ থেকে ২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা।
- ২৭ জুলাই ২০২২ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
- এরপর ১৫ নভেম্বর ২০২৩ জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদনের ‘ভলিউম-১’ প্রকাশ করা হয়।

প্রশাসনিক কাঠামো:
• আয়তন  ১,৪৭,৫৭০ (বর্গ কি.মি) ।
• বিভাগ : ৮টি  • জেলা : ৬৪টি  • সিটি কর্পোরেশন : ১২টি
• উপজেলা : ৪৯৫টি  • মেট্রো থানা : ১০৫টি
• পৌরসভা : ৩২৭টি [বর্তমানে ৩৩০টি]
• সিটি ওয়ার্ড : ৪৬৫টি  • পৌর ওয়ার্ড : ৩,০৭৫টি
● ইউনিয়ন : ৪,৫৯৬টি  • মৌজা : ৫৮,৮৪৬টি
• গ্রাম : ৯০,০৪৯টি  • মহল্লা : ১৫,১৫৩টি ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে - - রাঙামাটিতে।
- রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা।
•বরেন্দ্র ভূমি হলো বেঙ্গল বেসিনের বৃহত্তম প্লেইস্টোসিন যুগের ফিজিওগ্রাফিক ইউনিট।
•এটি বাংলাদেশের রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের অধিকাংশ দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, বগুড়া ও জয়পুরহাট জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গ, ভারতের সম্পূর্ণ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং অধিকাংশ মালদহ জেলা পূর্ণ করে।

লালমাই পাহাড়ের বৈশিষ্ট্য 
- এটি বাংলাদেশের বরেন্দ্রভূমি এবং মধুপুর ও ভাওয়াল গড়ের সমকালীন। লালমাই পাহাড় এর দৈর্ঘ্য ৮ কিলোমিটার এবং এর সবচেয়ে চওড়া অংশ ৪.৮ কিলোমিটার। এটির সর্বোচ্চ উচ্চতা ৪৬ মিটার। পাহাড়টির উত্তর অংশ ময়নামতি পাহাড় এবং দক্ষিণ অংশ লালমাই পাহাড় নামে পরিচিত।
-লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত।

মনাকষা রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। শিবগঞ্জ পৌরসভা থেকে ৭ কিলোমিটার উত্তর পশ্চিমে মনাকষা ইউনিয়ন পরিষদ অবস্থিত।এটি বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের স্থান।
-বাংলাদেশের প্রতিপাদস্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। অর্থাৎ, চিলির নিকট প্রশান্ত মহাসাগর থেকে পৃথিবীর কেন্দ্র ভেদ করে সরলরেখা বরাবর যদি কোন গর্ত খুড়ে যাওয়া যায় তবে বাংলাদেশে গিয়ে বের হবো।
-চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ।
গারো পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের গারো-খাসিয়া পর্বতমালার একটি অংশ। এর কিছু অংশ ভারতের আসাম রাজ্য ও বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী উপজেলায় অবস্থিত

গারো সম্প্রদায়ের মানুষ নিজেদের ‘মান্দি’ হিসেবে পরিচয় দিতে পছন্দ করে। এরা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল এবং গাজীপুরে বসবাস করে। এদের আদি নিবাস ছিল তিব্বতে। গারোদের আদি ধর্মের নাম সাংসারেক। এদের ভাষার নাম আচিক খুসিক। এদের প্রধান উৎসব ওয়ানগালা। গারোরা মাতৃতান্ত্রিক পরিবার।
 

সোয়াচ অব নো গ্রাউন্ড’ বঙ্গোপসাগরের সর্বনিম্ন খাদের নাম। এর সর্বোচ্চ গভীরতা ১,২০০ মিটার প্রায় ।
সোয়াচ অফ নো গ্রাউন্ড বিশ্বের সেরা ১১টি গভীর খাদ বা ক্যানিয়ন এর মাঝে ২য় তম
সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ৩০-৪০ কিলোমিটার দক্ষিণে এই খাদের অবস্থান।
এখানে প্রচুর মাছ ও ডলফিন পাওয়া যায় । সোয়াচ অব নো গ্রাউন্ডের অন্য নাম গঙ্গাখাত
সাতক্ষীরায় অবস্থিত বাংলাদেশের গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী স্থান- কুশখালী, বৈকারী, কলারোয়া, কৈখালী, পদ্মশাখরা, দেবহাটা, কালীগঞ্জ, তলুইগাছা।
- চিম্বুক পাহাড় বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বত।
- চিম্বুক পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০০ ফুট উচ্চতায় এর অবস্থান।
- বান্দরবান পার্বত্য জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার।
- এটি বাংলাদেশের কালা পাহাড়/ পাহাড়ের রানি /বাংলার দার্জিলিং নামে খ্যাত ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 মিটারের অধিক উঁচুতে অবস্থিত খাড়া ঢালযুক্ত ঢেউখেলানাে বিস্তীর্ণ ভূমিভাগকে মালভূমি বলা হয়।
-অনেক, মালভূমির উপরিভাগ সমতল টেবিলের মতাে হয়, পর্বতের মতাে সূচাল ও শৃগযুক্ত হয় না। 
-এরূপ মালভূমিকে টেবিলল্যান্ড বলা হয়।

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0